Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘মৃতদেহ নিয়ে আসব এখানে’, কমিশনকে সরাসরি হুমকি মুকুলের

এ বার সরাসরি নির্বাচন কমিশনকেই শাসাতে শুরু করল তৃণমূল। সাংসদ মুকুল রায় কমিশনের দফতরে দাঁড়িয়েই শুক্রবার হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনকে। বললেন, ‘‘নির্বাচন কমিশনকে সামনে রেখে সিপিএম হামলা করছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ১৭:৩৭
Share: Save:

এ বার সরাসরি নির্বাচন কমিশনকেই শাসাতে শুরু করল তৃণমূল। সাংসদ মুকুল রায় কমিশনের দফতরে দাঁড়িয়েই শুক্রবার হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনকে। বললেন, ‘‘নির্বাচন কমিশনকে সামনে রেখে সিপিএম হামলা করছে। আর এক জন তৃণমূল কর্মীও যদি খুন হয়, তাঁর দেহটা কিন্তু আমরা নিয়ে আসব কমিশনের দফতরের সামনে।’’

শুক্রবার নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করতে কমিশনের দফতরে গিয়েছিলেন মুকুল রায়। সেখান থেকে বেরনোর সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘‘নির্বাচনের সময় রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই সময়ে আমাদের ৬ জন কর্মী খুন হয়েছেন। এর দায় কার। এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। আমি একটা কথা এখানে বলে দিয়ে যাচ্ছি, আমাদের দলের আর এক জন কর্মীও যদি নির্বাচন চলাকালীন খুন হন। তা হলে কিন্তু তাঁর দেহটা আমরা নিয়ে আসব এই নির্বাচন কমিশনের সামনে।’’

আরও পড়ুন:

বোমা-গুলি-চপারে তৃণমূল নেতা খুন কাকদ্বীপে

মুকুল রায়ের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক শিবিরে। এটা নির্বাচন কমিশনকে সরাসরি শাসানোর সামিল। বলছে বিরোধীরা। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক জনসভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুলেছেন। কখনও বলেছেন, দিল্লি কমিশন পাঠিয়ে তাঁকে অপমান করছে। কখনও আইএএস, আইপিএস-দের বদলির সিদ্ধান্তের জন্য কমিশনের তীব্র সমালোচনা করেছে। এ বার কমিশনকে আক্রমণের সুর আরও চড়ালেন মুকুল রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE