Advertisement
০৬ মে ২০২৪

নোটিস যাচ্ছে নারদের কাছে

গোপন ক্যামেরায় তোলা ঘুষ দেওয়া-নেওয়ার যে-ছবিকে ঘিরে তোলপাড় চলছে, তা নিয়ে জনস্বার্থের মামলায় নারদ নিউজকে যুক্ত করার জন্য আইনি নোটিস পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২১ মার্চ, সোমবারের মধ্যে ওই নোটিস পাঠাতে হবে বলে শুক্রবার নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ। ফের এই মামলার শুনানি হবে মঙ্গলবার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ০৩:৫৯
Share: Save:

গোপন ক্যামেরায় তোলা ঘুষ দেওয়া-নেওয়ার যে-ছবিকে ঘিরে তোলপাড় চলছে, তা নিয়ে জনস্বার্থের মামলায় নারদ নিউজকে যুক্ত করার জন্য আইনি নোটিস পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২১ মার্চ, সোমবারের মধ্যে ওই নোটিস পাঠাতে হবে বলে শুক্রবার নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ। ফের এই মামলার শুনানি হবে মঙ্গলবার।

ওই সংবাদমাধ্যম সম্প্রতি গোপন ক্যামেরায় তোলা বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছে। সেই সব ছবিতে তৃণমূলের কিছু নেতা, মন্ত্রী, সাংসদকেও ঘুষ নিতে দেখা গিয়েছে বলে অভিযোগ। বিরোধী শিবির এই নিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে। তিনটি পৃথক জনস্বার্থের মামলা করা হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE