উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে)-তে চাকরির সুযোগ। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৯টি বিভাগ মিলিয়ে মোট ১৮৫৬ জনকে নিয়োগ করা হবে। তবে এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের উদ্দেশ্যে।
ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, কমার্শিয়াল, অপারেটিং, এসএনটি, মেডিক্যাল, স্টোর্স, পার্সোনেল বিভাগে কাজ করতে হবে নিযুক্তদের। সব ক’টি বিভাগেই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। কাজের মেয়াদ এক বছরের, যদিও প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি পেতে পারে। আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৬৪ বছরের নীচে হতে হবে। তবে, শুধুমাত্র সংশ্লিষ্ট বিভাগগুলিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৮ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।