কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির তরফে প্রজেক্ট কনসালট্যান্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ওই প্রতিষ্ঠানের হাসপাতালের একটি গবেষণা প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
নিযুক্ত ব্যক্তিকে আইআইটি দিল্লির ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের অর্থপুষ্ট গবেষণা প্রকল্পের অধীনে কাজ করতে হবে। ওই প্রকল্পের নাম— ‘ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন অফ আইআইটি দিল্লি হসপিটাল’। সাইকিয়াট্রি বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) সম্পন্ন করেছেন, এমন ব্যক্তিরা ওই কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে প্রার্থীর অন্তত এক বছর কোনও স্বীকৃত হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে স্পেশ্যালিস্ট হিসাবে কাজের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
-
কেন্দ্রীয় প্রতিষ্ঠানে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ করল ডিআরডিও
-
জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন আইএসিএস কলকাতায়, কারা আবেদন করতে পারবেন?
-
স্নাতকদের জন্য কর্মখালি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, কোন পদে চলছে নিয়োগ?
-
ব্যারাকপুরের কেন্দ্রীয় সংস্থায় ইয়ং প্রফেশনাল প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ করল আইসিএআর
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষণা প্রকল্পের মেয়াদের ভিত্তিতে ১৯ মার্চ, ২০২৭ পর্যন্ত ওই পদে কাজ করতে হবে। পরবর্তীতে ওই পদের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিযুক্ত ব্যক্তির প্রতি মাসের সাম্মানিক ১,৫২,৪৩৮ টাকা।
সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে আগ্রহীদের জীবনপঞ্জি, শংসাপত্র এবং অন্যান্য নথি ইমেল মারফত পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।