রাজ্য সরকারি হাসপাতালে স্বল্পসময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের জন্য কর্মী প্রয়োজন। উল্লিখিত পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সিনিয়র রেসিডেন্ট হিসাবে মেডিক্যাল অঙ্কোলজি বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে রেডিয়োথেরাপি বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
-
কর্মী নিয়োগ করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, কারা আবেদন করবেন?
-
১৮০-র বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল সিডস কর্পারেশন লিমিটেড
-
সরকারি চাকরির ইন্টারভিউয়ের জন্য নিজেকে কী ভাবে তৈরি করবেন? রইল বিশেষজ্ঞের অভিমত
-
লিঙ্গভিত্তিক হেনস্থা ও হিংসা দমনে কলেজ-বিশ্ববিদ্যালয়ে সচেতনতা শিবির, ইউজিসি-র কর্মসূচি নিয়ে অনেক প্রশ্ন
পদপ্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ১,৫০,০০০ টাকা দেওয়া হবে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ নেওয়া হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের রাজারহাট ক্যাম্পাসে। ১৭ ডিসেম্বর সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ শুরু হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।