মধ্যপ্রদেশের জলাভূমির জীববৈচিত্র্য নিয়ে গবেষণা চলছে। সেই প্রকল্পে কাজের জন্য জুনিয়র প্রজেক্ট ফেলো নিয়োগ করা হবে। জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হায়দরাবাদ কেন্দ্রের ওই গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
উল্লিখিত পদে প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁর স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এরই সঙ্গে জলাভূমির জীববৈচিত্র্য, ট্যাক্সোনমি নিয়ে পূর্বে গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সেই সঙ্গে ছবি তোলা, তথ্য সংগ্রহ এবং তা থেকে রিপোর্ট তৈরি করার দক্ষতাও থাকা চাই।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে ২৪ হাজার টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট দু’বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। এর জন্য তাঁদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদনের শেষ দিন ৫ জুন। আবেদন সংক্রান্ত আরও কিছু নির্দেশিকা সম্পর্কে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (zsi.gov.in) দেখে নিতে পারেন।