গবেষণার সুযোগ দেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ডিপ লার্নিং-এর সাহায্যে ধান-গমের রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে কাজ করছেন ওই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট-এর বিশেষজ্ঞেরা। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন এবং পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের নিয়োগ করা হবে। ওই প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি)।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে পদার্থবিদ্যা, অ্যাগ্রোনমি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জিয়োইনফরমেটিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করবে বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
উল্লিখিত পদে নিযুক্তদের শস্য নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আগ্রহীরা ই-মেল মারফত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।