বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি? হিউম্যান রিসোর্স তথা এইচআর পদে রয়েছে কাজের অভিজ্ঞতা? এমন প্রার্থীদের বেঙ্গালুরু মেট্রোতে কাজের সুযোগ রয়েছে। ন্যূনতম ৫৫ বছর বয়স হতে হবে আবেদনকারীদের।
কোন পদে নিয়োগ করা হবে?
জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
আরও পড়ুন:
কারা আবেদন করতে পারবেন?
বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর কিংবা ডিপ্লোমা ডিগ্রি লাভ করেছেন, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এছাড়াও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট/ পার্সোনাল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন/ সোশ্যাল ওয়ার্ক/ লেবার ওয়েলফেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শর্তসাপেক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
- সার্বিক ভাবে মোট ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- হিউম্যান রিসোর্স বা সমতুল্য বিভাগে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- সরকার বা সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- কন্নড় ভাষায় সাবলীল হওয়া বাঞ্ছনীয়।
- এক থেকে তিন বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
- বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
বেতন:
মাসে ১ লক্ষ ৬৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
প্রার্থীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হবে। ডাকযোগে সেই ফর্মটিই জীবনপঞ্জি-সহ পাঠাতে হবে। ২১ জুলাই, ২০২৩ এই পদগুলিতে আবেদনের শেষ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।