কেন্দ্রীয় সংস্থায় নবীন স্নাতকদের নিয়োগ করা হবে। এই মর্মে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চের অধীনস্থ সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চের প্রয়োজন ইয়ং প্রফেশনাল। এই পদে ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
যে সমস্ত প্রার্থী কৃষিবিদ্যা এবং উদ্যানবিদ্যা বিষয়ে স্নাতকোত্তীর্ণ হয়েছেন, তাঁরা ইয়ং প্রফেশনাল পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে নিয়োগ করা হবে মোট তিন জন প্রার্থী।
আরও পড়ুন:
দক্ষতা:
- কম্পিউটার ব্যবহারে সাবলীল হওয়া প্রয়োজন।
- মাইক্রোসফট অফিস-এর সমস্ত টুল ব্যবহার করার দক্ষতা থাকা প্রয়োজন।
কী ভাবে নিয়োগ করা হবে?
সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চের তামিলনাড়ুর দফতরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ওই ইন্টারভিউয়ের সঙ্গে লিখিত পরীক্ষাও দিতে হবে প্রার্থীদের।
নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত:
- চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
- এই পদের মেয়াদ ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত।
- প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই মেয়াদের সময়সীমা বাড়ানো কিংবা কমানো হবে।
- ইন্টারভিউয়ের দিন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সহ-অন্যান্য নথি সঙ্গে রাখতে হবে।
- লিখিত পরীক্ষার সময়সীমা এক ঘন্টা।
এই পদে ইন্টারভিউ নেওয়া হবে ২৪ জুলাই, ২০২৩। বেলা ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে। উক্ত পদ এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ের জন্য ওয়েবসাইট দেখে নিতে হবে।