কাজ শেখার সঙ্গেই চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্যাঙ্ক। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষানবিশ নিয়োগ করা হবে। সংরক্ষিত ও অসংরক্ষিত বিভাগ মিলিয়ে মোট ৪০০টি শূন্যপদ। পশ্চিমবঙ্গ, অসম, গুজরাত, গোয়া, বিহার, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, পঞ্জাব, দিল্লি, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্য থেকে নেওয়া হবে শিক্ষানবিশ। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তীর্ণ হওয়া প্রয়োজন। প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ১৩ হাজার টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (https://bankofindia.bank.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ১০ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে প্রার্থী।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।