কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারেরা। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় অ্যাডভাইসর বা বিশেষজ্ঞ পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। সংস্থায় ওয়াটার হেড এবং এরোডায়নামিক্স ক্ষেত্রে কাজের সুযোগ মিলবে। প্রাথমিক ভাবে, নিযুক্তদের কাজের মেয়াদ হবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
অ্যাডভাইসর পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে এক লক্ষ টাকার উপরে।
আরও পড়ুন:
ওয়াটার হেড বিভাগে বিশেষজ্ঞ হিসাবে কাজের জন্য আবেদনকারীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক-এ ফার্স্ট ক্লাস থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম ২০ বছর কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে অন্য বিভাগের জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৯ জুলাই। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।