আয়ুর্বেদ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করবে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ২৪ জন প্রয়োজন।
‘প্লান্ট বেসড ওয়াইল্ডলাইফ হেলথ ম্যানেজমেন্ট’ প্রকল্পে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। তবে ওই মেয়াদ প্রকল্পের কাজ অনুযায়ী বদলাতে পারে।
আয়ুর্বেদ ছাড়া, উদ্ভিদবিদ্যা, লাইফ সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিষয়ে পিএইচডি বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও সংস্কৃত ভাষা ও সাহিত্যে স্নাতকরাও উল্লিখিত পদে কাজ করতে পারবেন।
আরও পড়ুন:
রিসার্চ অ্যাসোসিয়েট পদে অনূর্ধ্ব ৪৫ বছর, প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে অনূর্ধ্ব ৩৫ বছর এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে অনূর্ধ্ব ৫০ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ৬১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
ই-মেল মারফত আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ১ ডিসেম্বর। এ ছাড়াও ডাকযোগে আবেদন পাঠানো যাবে। সে ক্ষেত্রে আবেদন ৮ ডিসেম্বরের আগে পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।