বি আর সিংহ হাসপাতাল। ছবি: সংগৃহীত।
রেল অধীনস্থ হাসপাতালে কাজের সুযোগ। রেলের পূর্বাঞ্চলীয় শাখার বিআর সিংহ হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন। ওই কাজের জন্য অনূর্ধ্ব ৩৭ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। শূন্যপদ সাত।
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে ডক্টর অফ মেডিসিন (ডিএম), মাস্টার অফ চিরুগিয়ে (এমসিএইচ) কিংবা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি)-এর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাও ওই হাসপাতালে কাজের সুযোগ পাবেন।
তাঁদের জেনারেল মেডিসিন, অপথ্যালমোলজি, অ্যানাস্থেশিয়োলজি, প্যাথোলজি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, কার্ডিয়োলজি বিভাগে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, জুনিয়র রেসিডেন্ট হিসাবে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
কাজের জন্য প্রতি মাসে ১৫,৬০০ টাকা - ৩৯,১০০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে। এক বছরের চুক্তিতে উল্লিখিত পদে নিযুক্তদের কাজ করতে হবে। তবে, কাজের ভিত্তিতে ওই পদের মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ৬ অগস্ট বেলা ১১টা থেকে শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালের চিফ মেডিক্যাল ডিরেক্টরের অফিসে ইন্টারভিউ নেওয়া হবে।
ওই দিন আগ্রহীদের জীবনপঞ্জি-সহ শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র সঙ্গে রাখতে হবে। উল্লিখিত পদ সম্পর্কিত বিষয়ে আরও জানতে পূর্ব রেলের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy