রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরির সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এমনটা জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার লিগ্যাল বিভাগের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীরা অফলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় ম্যানেজার নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি। নিযুক্তদের নয়া দিল্লির কর্পোরেট অফিসে পোস্টিং দেওয়া হলেও পরে তাঁদের অন্য রাজ্যেও স্থানান্তরিত করা হতে পারে। নিযুক্তদের প্রথমে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
লিগ্যাল ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি-তে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁদের এলএলএম ডিগ্রি থাকবে, নিয়োগের ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রয়োজন চার থেকে ছ’বছরের পেশাগত অভিজ্ঞতাও। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।