মেটালার্জি, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করতে আগ্রহী? তবেই গবেষণার সুযোগ পেতে পারেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স (আইআইইএসটি), শিবপুরে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে বিশেষ প্রকল্পের কাজে যোগ দিতে পারেন। শূন্যপদ দু’টি।
প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে একটি বিশেষ গবেষণা প্রকল্পে কাজ চলছে। তাতে আর্থিক অনুদান দিয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)। তাতেই জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে।
আরও পড়ুন:
ওই কাজে মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তদের সুযোগ দেওয়া হবে। তবে, উল্লিখিত বিষয় ছাড়াও গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, মেটিরিয়াল সায়েন্স, সেরামিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরাও আবেদনের সুযোগ পাবেন।
এ ছাড়াও প্রার্থীদের কম্পিউটেশনাল সায়েন্স, মেটিরিয়ালস থার্মোডায়নামিক্স-এও দক্ষ হতে হবে। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৪৮,১০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট পাঁচ বছরের চুক্তিতে কাজ চলবে।
আগ্রহীদের লিখিত আবেদন, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি ই-মেল মারফত পাঠিয়ে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।