কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থায় কাজ করতে চান? ন্যাশনাল বুক ট্রাস্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ওই সংস্থায় চুক্তির ভিত্তিতে চাকরির বিশদ তথ্য দেওয়া হয়েছে। জানানো হয়েছে, স্বল্প সময়ের জন্য অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতে হবে। শূন্যপদ পাঁচটি।
বাণিজ্য শাখায় স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে হিসাব রক্ষা বিভাগে অন্তত তিন বছর কাজ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
এই কাজে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। নিযুক্ত ব্যক্তিকে তিন মাসের চুক্তিতে বহাল থাকতে হবে। কাজের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি থাকা আবশ্যক। আবেদনের শেষ দিন ৫ ডিসেম্বর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
আরও পড়ুন:
-
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হবে ইন্টার্নশিপ, প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞেরা, ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরতেরা পাবেন সুযোগ
-
বাংলা ভাষায় সাবলীল, ফার্মাসিতে ডিগ্রি রয়েছে? মিলতে পারে সরকারি হাসপাতালে যোগদানের সুযোগ
-
কেন্দ্রীয় টেট-এ কী বিষয়ে প্রশ্ন করা হয়, কত দিন চলবে পরীক্ষা! রেজিস্ট্রেশনের আগে জেনে নিতে হবে নিয়ম-বিধি