ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড ফিজ়িক্স, ইনস্ট্রুমেন্টেশন কিংবা সমতুল বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের ওই কাজের জন্য নিয়োগ করা হবে। প্রার্থীদের ন্যানোইলেকট্রনিক্স, সেন্সর ফ্যাব্রিকেশন, ভ্যাকিউম টেকনোলজি, ডিভাইস ক্যারেক্টারাইজ়েশন নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তদের কাজ চলবে। এ জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিক ভাবে ১২ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আইআইটি, খড়্গপুর-এর ওয়েবসাইট মারফত সমস্ত নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৭ অক্টোবর।