পরামর্শদাতার খোঁজ করছে এয়ারপোর্টস অথিরিটি অফ ইন্ডিয়া (এএআই)। কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা এডসিল ইন্ডিয়া লিমিটেড-এর তরফে।
সংস্থায় সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। রয়েছে তিনটি শূন্যপদ। তাঁদের দিল্লিতে এএআই সদর দফতরে পোস্টিং দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কর্মীরা এক বছর সংস্থায় কাজের সুযোগ পাবেন। পরবর্তীকালে বাড়তে পারে চাকরির মেয়াদ।
আরও পড়ুন:
পদ অনুযায়ী, নিযুক্তদের মাসিক বেতন হবে ১,০০,০০০ টাকা থেকে সর্বাধিক ১,৫০,০০০ টাকা। বিভিন্ন পদের জন্য আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৩৫, ৪০ বা ৪৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা থাকলেই নানা পদে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে সমস্ত শর্তাবলি বিস্তারিত জানানো হয়েছে।
বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করে নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।