জলপাইগুড়ি জেলায় কাজের সুযোগ। জেলা শিশু সুরক্ষা দফতরের তরফে এই নিয়োগ। সম্প্রতি এই মর্মে জেলা পরিষদের তরফে প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ম্যানেজার অথবা কোঅর্ডিনেটর, আয়া এবং আংশিক সময়ের জন্য চিকিৎসক নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ পাঁচটি। ম্যানেজার পদে প্রতি মাসে বেতন মিলবে ২৩,১৭০ টাকা। ২৩ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। আয়া পাবেন মাসে ১২ হাজার টাকা। প্রার্থীর বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে বয়স হতে হবে। চিকিৎসক পাবেন ৯,৯৩০ টাকা। বয়স হওয়া প্রয়োজন ২৪ থেকে ৪০ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।