স্নাতকদের নিয়োগ করা হবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। ওই প্রতিষ্ঠানের একটি গবেষণার জন্য ওই পদে কর্মী প্রয়োজন। ওই প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে এক জন ব্যক্তিকে নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানের স্কুল অফ কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি গবেষণা প্রকল্পে ওই পদে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। প্রকল্পটির নাম— ‘মিলেট মাইক্রোগ্রিনস অ্যাজ় নোভেল সুপারফুড: ইমার্জিং টেকনোলজি অ্যাপ্রোচেস ফর প্রসেস ডেভেলপমেন্ট অ্যান্ড পোস্ট-হার্ভেস্ট কোয়ালিটি এনহ্যান্সমেন্ট’। প্রকল্পটিতে আর্থিক অনুদান দেবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।
আরও পড়ুন:
উল্লিখিত প্রকল্পের মেয়াদ ৯ জুলাই, ২০২৮ পর্যন্ত। নিযুক্ত ব্যক্তিকে ফেলোশিপ হিসাবে প্রতি মাসে ৩৫,১০০ টাকা দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন কিংবা ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা করেছেন এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে তাঁদের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
কাজ করতে আগ্রহীরা অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা পাঠাতে পারবেন। ওই ফর্মেই জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি পাঠাতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ দিন ২০ নভেম্বর। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানার জন্য প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।