বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ পাবেন দশম উত্তীর্ণেরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি বিদ্যা বিভাগ অর্থাৎ পল্লী শিক্ষা ভবনে টেকনোলজি এজেন্ট পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ একটি।
উচ্চ মাধ্যমিক কিংবা সমতল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, এ ক্ষেত্রে প্রার্থীদের সাধারণ কৃষিবিদ্যা বিষয়ে জ্ঞান এবং কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে। ২৫ থেকে ৩৫ বছর বয়সিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন।
আগ্রহীদের সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউয়ের দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন। ১ ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে।