কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ। মন্ত্রক অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শদাতা পদে কর্মী প্রয়োজন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ওই পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
নিযুক্তদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াস্টার ম্যানেজমেন্ট-এ কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। তাঁদের দফতরের প্রশাসনিক এবং আর্থিক বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও তাঁদের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এর নিয়ম কানুন জানতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের দিল্লির দফতরে কাজ করতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা কিংবা পার্সোনাল ইন্টার্যাকশন-এর মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে আবেদন জমা দিতে হবে। ফর্ম পূরণ করে সমস্ত তথ্য অনলাইন মাধ্যমেই পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। ই-মেল বা ফোন কল মারফত বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।