সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকলে রাইটস লিমিটেড দেবে চাকরির সুযোগ। সংস্থার তরফে পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে মোট ১২জন সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন।
ডিগ্রি ছাড়াও আর কী যোগ্যতা প্রয়োজন?
সিভিল-এ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা চাই। এ ছাড়াও ১২ বছর কোনও সরকারি বা সরকারপোষিত সংস্থায় নিকাশি বিভাগের কোয়ালিটি কন্ট্রোল সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিটি অ্যাশিয়োরেন্স কিংবা কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার পদে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলেও নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যেতে পারে। প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের জন্য প্রতি মাসে ১ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হবে। তাঁদের ৬০ মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরামর্শদাতা হিসাবে নিযুক্তদের গুজরাতের দফতরে থেকে কাজ করতে হবে।
অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন। বাছাই করা ব্যক্তিদের নথি যাচাই করে ইন্টারভিউয়ের বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আবেদনের শেষ দিন ১৪ ডিসেম্বর। ইন্টারভিউ ১৬ এবং ১৭ ডিসেম্বর নেওয়া হবে।