রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরে আধিকারিক নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। কোনও সরকারি কিংবা সরকারপোষিত প্রতিষ্ঠানে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বায়োটেকনোলজি-তে চিফ এগ্জ়িকিউটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। কৃষিবিদ্যা, এগ্রিটেক, বায়োটেকনোলজি, লাইফ সায়েন্সেস, মলিকিউলার বায়োলজি, ফার্মাসি, জেনেটিক্স বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তাঁদের অন্তত আট বছর গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তকে তিন বছরের জন্য কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ১,২৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে কলকাতা বায়োটেক পার্ক।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তার আগে অনলাইনে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৮ নভেম্বর।