অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম বর্ধমান জেলা শাসক। কাঁকসার একলব্য মডেল আবাসিক স্কুলে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) ডিগ্রি থাকা দরকার। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থী স্থানীয় বাসিন্দা হলে তাঁকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
২২ ডিসেম্বর পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দফতরে ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন মেডিক্যাল ফিটনেস-সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্রের শংসাপত্র প্রার্থীদের সঙ্গে রাখতে হবে।