রাজ্যের কালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এ অধিকর্তা নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডব্লুবিপিএসসি) পরীক্ষা এবং ইন্টারভিউ নেবে ।
নৃতত্ত্ব, সমাজবিদ্যা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ডক্টরাল ডিগ্রি রয়েছে— এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অন্তত দশ বছর শিক্ষকতা কিংবা গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। রাজ্য ও তার পার্শ্ববর্তী এলাকার তফশিলি জাতি এবং উপজাতিভুক্তদের নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনমূল্য ২১০ টাকা।
৩ ডিসেম্বর পর্যন্ত ডব্লুবিপিএসসি-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠানো যাবে। উল্লিখিত পদে একজনকেই নিয়োগ করা হবে। তাঁর প্রতি মাসের বেতনক্রম ৯৫,১০০ থেকে ১,৪৮,০০০ টাকা হতে চলেছে।