ক্লার্কশিপ পরীক্ষার দ্বিতীয় পর্ব আয়োজিত হতে চলেছে আগামী ডিসেম্বরে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা নেবে। ২৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে ওই পরীক্ষা। প্রথম পর্বের পরীক্ষা ১৬ এবং ১৭ নভেম্বর, ২০২৪-এ হয়েছিল।
প্রথম পর্বের জন্য পরীক্ষার্থীরা ২৬টি কেন্দ্রের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ পেলেও দ্বিতীয় পর্বে তা করার সুযোগ নেই। কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা, ব্যারাকপুর, বর্ধমান, মেদিনীপুর ও খড়্গপুর, বহরমপুর, রায়গঞ্জ এবং শিলিগুড়িতে দ্বিতীয় পর্বের পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন:
রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের এই পরীক্ষার প্রথম পর্বের ওএমআর শিটও দেখতে পারবেন উত্তীর্ণেরা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন-এর ওয়েবসাইট থেকে ১২ নভেম্বর পর্যন্ত ‘ক্যান্ডিডেটস কর্নার’ থেকে উত্তরপত্র দেখার সুযোগ থাকছে।
প্রথম পর্বের পরীক্ষায় ৮৯,৮২১ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে, ওই পরীক্ষায় ৩১৮টি ওএমআর বাতিল করা হয়েছিল। কমিশনের তরফে জানানো হয়েছিল, ওএমআর শিটে ভুল রোল এবং এনরোলমেন্ট নম্বর, খালি উত্তরপত্র, পরীক্ষার্থী সই করেননি এবং ইনভিজ়িলেটর কিংবা পরীক্ষার্থী অ্যাটেন্ডেন্স শিটে ভুল বুকলেট নম্বর (ওএমআর শিটের কোড) লেখায় ওই সমস্ত ওএমআর শিটের মূল্যায়ন করা সম্ভব হয়নি।
দ্বিতীয় পর্বের পরীক্ষার দিন ঘোষণা হলেও কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, পরীক্ষার পাঠ্যক্রমে কী কী বিষয় রাখা হচ্ছে— সেই সমস্ত তথ্য এখনও জানায়নি কমিশন।