কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে পদার্থবিদ্যায় উচ্চশিক্ষা থাকলে গবেষণার সুযোগ দেওয়া হবে। ওই গবেষণাগারে তাঁদের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পে যোগদানের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ একটি।
নিযুক্তকে ‘অপটিমাইজ়িং পেরোভস্কাইটস ফর সোলার সেল্স’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে। ওই প্রকল্পে গবেষণা করছে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য পদার্থবিদ্যা কিংবা কম্পিউটেশনাল মেটিরিয়াল সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি ডিগ্রি থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রার্থীদের জানতে হবে ডিফটি ক্যালকুলেশন, মডেল হ্যামিলটোনিয়ানস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও। এ বিষয়ে অন্তত দু’বছর গবেষণাগারে কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। তাঁকে মোট দু’বছরের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ৫৮,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারেন। একটি আবেদন লিখে, তার সঙ্গে জীবনপঞ্জি ও অন্য নথি পাঠিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ২৮ জানুয়ারি।