বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পাবেন গবেষণার সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের অধীনে গবেষণার কাজ চলবে। সেখানে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ ন’টি।
কোন বিষয়ে চলছে গবেষণা?
স্বাস্থ্য পরিষেবায় ন্যানোটেকনোলজি প্রয়োগের জন্য বিশেষ যন্ত্র তৈরির কাজ চলছে আইআইটি, গুয়াহাটিতে। প্রতিষ্ঠানের সেন্টার ফর ন্যানোটেকনোলজি ওই কাজের জন্য সিনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসোসিয়েট প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে।
আরও পড়ুন:
কারা আবেদন করবে?
বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। তাঁদের ন্যানোটেকনোলজি কিংবা সমতুল বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
কী ভাবে নিয়োগ হবে?
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
বেতন:
প্রার্থীদের অভিজ্ঞতা এবং মেধাগত যোগ্যতার ভিত্তিতে মাসে ৫০,৮১০ টাকা থেকে ৬৮,৯১১ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ আবেদনপত্র নিয়ে ২০ নভেম্বর ইন্টারভিউয়ের জন্য আসতে হবে। প্রতিষ্ঠানের সেন্টার ফর ন্যানোটেকনোলজি-তে ইন্টারভিউ চলবে। সে দিনই ফলাফল জানা যাবে।