Advertisement
E-Paper

রক্তের নমুনা সংগ্রহের কাজ করতে চান? এই পেশায় আসতে পারবেন দ্বাদশ উত্তীর্ণেরা, কোর্স করানো হয় কোথায়?

রোগীদের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহের কাজকে ফ্লেবোটমি বলা হয়। যাঁরা এই কাজটি করে থাকেন, তাঁরা ফ্লেবোটমিস্ট বা ফ্লেবোটমি টেকনিশিয়ান হিসেবে পরিচিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ২০:০৩
What skills do you need to be proficient in to become a phlebotomist or phlebotomy technician?

ফ্লেবোটমিস্ট বা ফ্লেবোটমি টেকনিশিয়ান হতে গেলে কোন বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন? প্রতীকী চিত্র।

স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসক এবং নার্স ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের প্রয়োজন। এমনই একজন বিশেষজ্ঞ হলেন ফ্লেবোটমিস্ট বা ফ্লেবোটমি টেকনিশিয়ান। সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞরা রোগীদের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহের কাজটি করে থাকেন।

কারা হতে পারবেন?

পদার্থবিদ্যা, রসায়ন, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণরা ফ্লেবোটমিস্ট বা ফ্লেবোটমি টেকনিশিয়ান হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর তাঁরা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়টি নিয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে পারবেন। এ ছাড়াও ‘অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার’ শাখার অধীনে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি কোর্সও করার সুযোগ রয়েছে।

পড়াশোনার খরচ?

সরকারি মেডিক্যাল কলেজ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উল্লিখিত বিষয়ে কোর্স করার জন্য ১৫ হাজার টাকা ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ হতে পারে।

কোথায় পড়ানো হয়?

সরকারি মেডিক্যাল কলেজ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করানো হয়। এ ছাড়াও পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে উল্লিখিত বিষয়টিতে সার্টিফিকেট কোর্স কিংবা ডিপ্লোমা কোর্স করানো হয়।

কী ভাবে কাজ শেখার সুযোগ পাবেন?

ভেনিপাঙ্কচার বা ক্যাপিলারি পাঙ্কচার টেকনিকের মাধ্যমে কী ভাবে রক্তের নমুনা সংগ্রহ করতে হয়, সেই নমুনার লেভেলিং কী ভাবে করা দরকার - এই সমস্ত বিষয়গুলি সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমার মাধ্যমে শেখানো হয়ে থাকে। এ ছাড়াও রাজ্য সরকারের অধীনে ছ’মাসের ট্রেনিং কোর্সও করানো হয়।

চাকরির সুযোগ কোথায়, কেমন?

রাজ্যের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরে ফ্লেবোটমিস্ট নিয়োগ করা হয়ে থাকে। এ ছাড়াও চুক্তির ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং মেডিক্যাল কলেজগুলিতে ফ্লেবোটমিস্ট টেকনিশিয়ান হিসাবেও চাকরির সুযোগ রয়েছে। নিযুক্তরা মাসে ৫ হাজার টাকা থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

Medical Jobs hospital job Career Options after 12th
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy