আয়ুর্বেদ গবেষণা সংস্থার একাধিক পদে কর্মী প্রয়োজন। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস (সিসিআরএএস)-এর নয়াদিল্লির দফতরে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ ৩৮৯টি।
রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ট্রান্সলেটর, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, অফসেট মেশিন অপারেটর, লাইব্রেরি ক্লার্ক-সহ গ্রুপ এ, বি এবং সি বিভাগের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তেরা সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ১ থেকে লেভেল ১০-এর অধীনে বেতন পাবেন।
আরও পড়ুন:
লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, টাইপিং টেস্টের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষা দিতে আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনমূল্য হিসাবে গ্রুপ এ বিভাগের পদের জন্য ১,০০০ টাকা, গ্রুপ বি বিভাগের পদের জন্য ৫০০ টাকা এবং গ্রুপ সি বিভাগের পদের জন্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ১ থেকে ৩১ অগস্ট পর্যন্ত গ্রহণ করা হবে।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের দশম উত্তীর্ণ থেকে শুরু করে মেডিক্যাল, বিজ্ঞান, কলা শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া প্রয়োজন। এই বিষয়ে বিশদ তথ্যের জন্য সিসিআরএএস-এর ওয়েবসাইটে (ccras.nic.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।