রাজ্য সরকারি হাসপাতালে কর্মখালি। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত কর্মীর গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তাঁকে হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের গবেষণা প্রকল্পে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে নিযুক্তের বায়োলজিক্যাল সায়েন্সেস, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। তবে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করে থাকলেও আবেদন করতে পারবেন। কিন্তু এ ক্ষেত্রে গবেষণাগারে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
গবেষণাগারের পাশাপাশি, হাসপাতালে রক্ত-সহ বিভিন্ন নমুনা সংগ্রহ, পেশেন্ট কাউন্সেলিং, ক্লিনিক্যাল ট্রায়ালের কাজে দক্ষতা থাকা আবশ্যক। নিযুক্তের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া দরকার। তাঁকে প্রতি মাসে ২৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের ১৯ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ইমেল মারফত তাঁরা আবেদন জানাতে পারবেন। এন্ডোক্রিনোলজি বিভাগের গবেষণা প্রকল্পে আর্থিক অনুদান দেবে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রাথমিক ভাবে ওই কাজের জন্য ছ’মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে বিশদে জানতে হাসপাতালের ওয়েবসাইটে (nrsmc.edu.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।