কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এ কর্মী প্রয়োজন। আউটফিট অ্যাসিস্ট্যান্ট হিসাবে মোট ১৯ জনকে নিয়োগ করা হবে। দশম উত্তীর্ণেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে।
আবেদনকারীদের দশম উত্তীর্ণ হওয়ার পাশাপাশি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এর (আইটিআই) ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (এনটিসি) থাকা প্রয়োজন। এর সঙ্গে তাঁদের অন্তত তিন বছর ক্রেন অপারেশন এবং এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান ট্রেড-এ কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদে মোট পাঁচ বছরের চুক্তিতে কাজ করতে হবে নিযুক্তকে। আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি মাসে নিযুক্তদের পারিশ্রমিক ২৩ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়াও, অতিরিক্ত সময় কাজ করার জন্য আলাদা করে ৫,৮৩০ টাকা প্রতি মাসে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের ৩০০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ২৯ অক্টোবর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।