কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মখালি রয়েছে। ওই পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতায়।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে ওই পদে। তাঁদের মাইক্রোসফট প্রজেক্ট, মাইক্রোসফট অফিস এবং ‘সিস্টেম অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং’ (স্যাপ) ব্যবহার করে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। একই সঙ্গে বাংলা এবং হিন্দিতে সাবলীল হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
আরও পড়ুন:
আবেদনকারীদের অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে কোনও ইঞ্জিনিয়ারিং, শিপইয়ার্ড বা কোনও সরকারি সংস্থায় কাজ করে থাকলে তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজের সুযোগ থাকছে। এর জন্য প্রথম বছর ২৪,৪০০ টাকা, দ্বিতীয় বছরে ২৫,১০০ টাকা এবং তৃতীয় বছরে ২৫,৯০০ টাকা মাসিক পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট এবং ডেসক্রিপটিভ টাইপ অনলাইন টেস্টের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট মারফত আবেদন পাঠানো যাবে ১৮ নভেম্বর পর্যন্ত। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।