১২টি পদে চাকরির সুযোগ দিচ্ছে কোচবিহার জেলার প্রশাসনিক বিভাগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে সব ক’টি পদে নিয়োগ করা হবে কর্মী।
ল্যাব টেকনিশিয়ান, কাউন্সিলর, মেডিক্যাল অফিসার, ডেন্টাল টেকনিশিয়ান-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ রয়েছে ২০টি। পদ অনুযায়ী বেতন মিলবে ৬০ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতাও পদ অনুযায়ী নির্ধারিত করা রয়েছে। বেশির ভাগ পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তবে কিছু পদের ক্ষেত্রে ৬৫ বছরের মধ্যে বয়স হলেও আবেদন করা যাবে। কোচবিহার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কোচবিহারের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর ২০২৫। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।