অভিজ্ঞ পেশাদার নিয়োগ করা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ। সেই মর্মে সম্প্রতি কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার বিভিন্ন রিনিউয়েবেল এনার্জি প্রজেক্টে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ হবে ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল), ম্যানেজার (মেকানিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল) পদে। মোট শূন্যপদের সংখ্যা ছয়। পদগুলিতে প্রথমে তিন বছরের জন্য কর্মীদের নিয়োগ করা হবে। এর পর নিযুক্তদের কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স যথাক্রমে ৩৫ এবং ৪৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ৫৬,১০০ টাকা এবং ১,০০,০০০ টাকা। নিযুক্তদের কলকাতায় সংস্থার সদর দফতর বা বিভিন্ন প্রজেক্ট সাইটে পোস্টিং দেওয়া হবে।
আরও পড়ুন:
-
জয়েন্ট সিএসআইআর-ইউজিসি নেটের ফলাফল প্রকাশিত, কী ভাবে দেখবেন রেজাল্ট?
-
শিবপুর আইআইইএসটিতে কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?
-
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
কলকাতা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনে পিএইচডি-র সুযোগ, সোমবার থেকে শুরু আবেদন প্রক্রিয়া
-
৮০টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, চাকরির সুযোগ কোন কোন পদে?
প্রতি পদের জন্যেই শুধু মাত্র ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচলর্স ডিগ্রিধারীরাই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে বিশদ জানা যাবে।
এর জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩ মার্চ। বাছাই প্রার্থীদের এর পর সংশ্লিষ্ট পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।