দামোদর ভ্যালি কর্পোরেশনে (ডিভিসি) রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রেল কন্ট্রোলার বিভাগে অ্যাসোসিয়েট কনসাল্ট্যান্ট নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে মোট চার জনকে নিয়োগ করা হবে এই পদে। তবে, এই সুযোগ শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য। যাঁদের ভারতীয় রেলে কন্ট্রোলার/ ডেপুটি কন্ট্রোলার/ চিফ কন্ট্রোলার পদে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে আসানসোল, ধানবাদ, আদ্রা ও কলকাতায়। প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
ডিভিসি-র ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ারে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৫ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিভিসি-র ওয়েবসাইটটি দেখতে পারেন। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বর বা মেল আইডিতেও যোগাযোগ করা যেতে পারে।