ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা প্রশাসকের দফতরে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতকরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ছ’মাসের একটি কোর্স সম্পূর্ণ থাকা আবশ্যক।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ডেটা এন্ট্রি অপারেটর বা সমতুল্য কোনও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ১৬ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদনকারীদের ডাকযোগে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন পাঠাতে হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে ৯ মার্চ। কী কী নথি আবেদনপত্রের সঙ্গে থাকা প্রয়োজন, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।