রাজ্যের বিদ্যুৎশক্তি উৎপাদন সংস্থায় নিরাপত্তা বিভাগে আধিকারিক প্রয়োজন। ওই কাজের জন্য একটি মাত্র শূন্যপদ রয়েছে। নিযুক্ত ব্যক্তিকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট সংস্থার তরফে ভারতীয় সেনা, প্রতিরক্ষা কিংবা প্যারামিলিটারি ফোর্সের অবসরপ্রাপ্ত আধিকারিককে নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে তাঁর র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল হওয়া প্রয়োজন। এ ছাড়াও আবেদনকারীদের কাজের অভিজ্ঞতার সময়সীমা ২০ বছর কিংবা তার বেশি হওয়া আবশ্যক।
তবে প্রতিরক্ষা বিভাগের পাশাপাশি, পুলিশ বিভাগের ডেপুটি সুপারিন্টেন্ডেট পদে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৬৩ হাজার ২৫০ টাকা বরাদ্দ করা হয়েছে।
অনূর্ধ্ব ৬২ বছর বয়সিদের আবেদন এ ক্ষেত্রে গ্রহণ করা হবে। আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর জন্য তাঁদের আগাম আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের জন্য ডাকযোগে জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র-সহ সমস্ত নথি পাঠানো প্রয়োজন। এই বিষয়ে বিশদ জানতে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের ওয়েবসাইটটি (thedpl.in) দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ১৯ অগস্ট।