ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় টেকনিশিয়ান হিসাবে বিভিন্ন গ্রেডে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৫টি।
দশম উত্তীর্ণ হয়েছেন এবং ইলেক্ট্রিশিয়ান, ফিটার, মেকানিক-সহ বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২০ হাজার ৪৮০ টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁদের মোট ন’টি বিভাগে টেকনিশিয়ান হিসাবে কাজ করতে হবে।
ট্রেড টেস্ট এবং কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)-এর মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রার্থীরা সিবিটি কলকাতা, বেঙ্গালুরু-সহ মোট ছ’টি শহরে দেওয়ার সুযোগ পাবেন। অনলাইনে ৭৫০ টাকা ফি জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষ দিন ৫ জুন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।