কেন্দ্রীয় সরকারি দফতরে স্নাতকদের চাকরির সুযোগ। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করবে। ওই পদে ১৫ জনকে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ছাড়াও পাঁচ বছরের ইন্টিগ্রেটেড ল কোর্স সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজের জন্য অনূর্ধ্ব ৩০ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। নিযুক্তদের কলকাতা, কটক, গুয়াহাটি, নয়াদিল্লি-সহ মোট ১২টি দফতরে কাজ করতে হবে।
আরও পড়ুন:
নিযুক্তদের জন্য মাসে ৬০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা বেতন বরাদ্দ করা হয়েছে। এক বছরের চুক্তিতে উল্লিখিত পদে কাজ করার সুযোগ মিলবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে ২২ অক্টোবর পর্যন্ত।