কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ। প্রিন্সিপল চিফ প্রজেক্টস পদে কর্মী নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। ওই কাজের জন্য এক জন প্রয়োজন।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে।
আরও পড়ুন:
পাশাপাশি, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট কিংবা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরাও উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই আবেদনকারীদের কেন্দ্রীয় সরকারি সংস্থার অধীনে গ্রুপ এ বিভাগের আধিকারিক হিসাবে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রাথমিক ভাবে ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। ওই মেয়াদ সম্পূর্ণ হলে নিযুক্তকে ‘পার্মানেন্ট পোস্ট’-এ বহাল করা হবে। তাঁকে প্রতি মাসে ১ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁর বয়স ৬০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
কাজ করতে আগ্রহীদের ডাকযোগে ছবি, স্বাক্ষরের প্রতিলিপি, জন্মের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি, কর্মজীবনের শংসাপত্র-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২৯৫ টাকা ধার্য করা হয়েছে। পদপ্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে।