ইঞ্জিনিয়ারদের গবেষণার সুযোগ দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে মেশিন লার্নিং অ্যালগরিদম এবং বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং সিস্টেম বিষয়ে একটি প্রকল্পে কাজ চলছে। তাতেই প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নকে নিয়োগ করা হবে।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ম্যাটল্যাব, ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইনের মতো কাজে দক্ষতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর (এসইআরবি) আর্থিক অনুকূল্যে ওই প্রকল্পে কাজ করতে হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ কাজের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা হতে পারে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ নভেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ৬ নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে উপস্থিত থাকতে হবে।