স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা হতে পারবেন সিনিয়র রিসার্চ ফেলো। যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে এমন ব্যক্তিদের গবেষণার সুযোগ দেওয়া হবে। শূন্যপদ একটি।
মলিকিউলার বায়োলজি, মাইটোকন্ড্রিয়াল বায়োকেমিস্ট্রি নিয়ে তিন থেকে চার বছরের গবেষণার অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরা উল্লিখিত প্রকল্পে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি ছাড়াও পিএইচডি ডিগ্রি রয়েছে, এমন ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। গবেষককে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের ফেলোশিপ দেবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ২৪ অক্টোবরের আগে আবেদন পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ২৪ অক্টোবর অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।