রাজ্য সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট এবং গ্রন্থাগারিক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে উল্লিখিত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ দু’টি।
নিযুক্তদের ডিএন দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কাজ করতে হবে। তাঁদের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি দফতর, সরকারপোষিত সংস্থায় আধিকারিক পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তাঁদের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
প্রার্থীদের যোগ্যতা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেবেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য তাঁদের ২৯ অক্টোবর বেলা ১১টার মধ্যে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে যেতে হবে।