সেন্টার-ইন-চার্জের পদে কাজ করার সুযোগ পেতে পারেন ইঞ্জিনিয়ারেরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের মাইনিং সিপিএস সেন্টার অফ এক্সিলেন্স-এ ওই পদে নিয়োগ করা হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। শূন্যপদ একটি।
আবেদনকারীদের যোগ্যতা:
- মাইনিং, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স কিংবা সমতুল বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
- এ ক্ষেত্রে তাঁদের দুই থেকে তিন বছর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও ইনোভেশন প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মাইনিং টেকনোলজি, সাইবার ফিজ়িক্যাল সিস্টেম (সিপিএস), ইনকিউবেশনের মতো বিষয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
বয়স, বেতন:
- নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
- এ জন্য প্রতি মাসে ৪৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আবেদনের শর্তাবলি:
- ই-মেল মাধ্যমে জীবনপঞ্জি, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে।
- আবেদনের শেষ দিন ২৫ অগস্ট।
কী ভাবে নিয়োগ?
অনলাইনে কিংবা অফলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
এই বিষয়ে আরও কোনও তথ্য কিংবা আইআইইএসটি, শিবপুরের মাইনিং সিপিএস সেন্টার অফ এক্সিলেন্স সম্পর্কে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি (iiests.ac.in) দেখে নেওয়া যেতে পারে।