ব্যাঙ্ক আধিকারিক হিসাবে অবসর গ্রহণ করেছেন? বিশেষ সরকারি প্রকল্পে কাজের সুযোগ দেবে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জেলার মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফে ব্যাঙ্কিং রিসোর্স পার্সন হিসাবে নিয়োগ করা হবে তাঁদের। শূন্যপদ দু’টি। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে।
প্রার্থীদের যোগ্যতা:
- পাবলিক সেক্টর ব্যাঙ্ক কিংবা স্থানীয় গ্রামীণ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিকেরা আবেদনের সুযোগ পাবেন।
- এ ক্ষেত্রে তাঁদের ব্রাঞ্চ ম্যানেজার, ক্রেডিট অফিসার হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- এ ছাড়াও তাঁদের স্বনির্ভর গোষ্টীর মাইক্রোফিনান্স সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে।
- প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া দরকার।
আরও পড়ুন:
পারিশ্রমিক:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি দিন ১,৫০০ টাকা করে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
কী ভাবে নিয়োগ?
- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কিং রিসোর্স পার্সন হিসাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
- এ জন্য তাঁদের আলাদা করে কোনও আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। ইন্টারভিউয়ের দিনই জেলার মিশন ম্যানেজমেন্ট ইউনিটের ডিরেক্টরের কাছে সাদা কাগজে আবেদনপত্র লিখে জমা দিতে হবে।
- আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র, ছবি, সরকারি পরিচয়পত্রের মতো নথিও থাকা প্রয়োজন।
- উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসকের দফতরে ৫ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদনপত্র কী ভাবে লিখতে হবে, সেই সংক্রান্ত তথ্য উত্তর ২৪ পরগনার প্রশাসনিক ওয়েবসাইটে (north24parganas.gov.in) দেওয়া হয়েছে।