ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে কর্মখালি। ওই বিভাগের তরফে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত কাজের জন্য মোট ৫৮০ জন প্রয়োজন। নিয়োগের বিধিও প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
কারা আবেদন করতে পারবেন?
‘অ্যালায়েড অ্যান্ড হেল্থকেয়ার’ শাখার অধীনে মেডিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের দ্বাদশে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা থাকা আবশ্যক।
তবে, মেডিক্যাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং উল্লিখিত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। যদিও যাঁরা উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রেই তাঁদের ডায়লাসিস, পারফিউশনিস্টের মতো কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরও পড়ুন:
বয়স এবং বেতন:
- নিযুক্তদের বয়স ২১ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।
- তাঁদের প্রতি মাসে ২৮ হাজার ৯০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে।
কী ভাবে নিয়োগ?
- কাজের অভিজ্ঞতা, ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের সরাসরি মেডিক্যাল টেকনোলজিস্ট পদের জন্য বেছে নেওয়া হবে।
- এ ক্ষেত্রে প্রার্থী যদি কোনও বিষয়ে আলাদা করে কোনও বিশেষ কাজের জন্য অভিজ্ঞতা অর্জন করে থাকেন, সে ক্ষেত্রে সেই সংক্রান্ত শংসাপত্র আবেদনপত্রে যোগ করতে হবে। বৈধ এবং যথাযোগ্য কাজের অভিজ্ঞতার প্রমাণ দিতে পারলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
- হাসপাতাল বা প্রতিষ্ঠানের অধিকর্তার স্বাক্ষর করা বা অনুমোদিত অভিজ্ঞতার শংসাপত্র এ ক্ষেত্রে গ্রহণযোগ্য।
আবেদনের শর্তাবলি:
- অনলাইনে আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন।
- আবেদনমূল্য হিসাবে ২১০ টাকা ধার্য করা হয়েছে।
- অনলাইন পোর্টাল ১৩ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকছে।
আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে (hrb.wb.gov.in) গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে।