কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ শিক্ষকতার সুযোগ। শুক্রবার এই মর্মে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কলেজ অফ নার্সিং-এর জন্য এই নিয়োগ। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের কলেজ অফ নার্সিং-এ গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রতিষ্ঠানে তাঁদের সাইকোলজি বা মনোবিদ্যা বিষয়টি পড়াতে হবে। নিযুক্তকে মনোবিদ্যার স্নাতক এবং স্নাতকোত্তরের প্রথম বর্ষের নানা বিষয় পড়ানো ছাড়াও সাইকোলজিক্যাল কাউন্সেলিং-ও করাতে হবে। নিযুক্ত শিক্ষককে প্রতি ঘণ্টার ক্লাস বা প্রতিটি কাউন্সেলিং সেশন-এর জন্য ১০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। একইসঙ্গে তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, ন্যূনতম তিন বছর পড়ুয়াদের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতাও থাকতে হবে। যাঁদের মনোবিদ্যায় পিএইচডি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৩ অক্টোবর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীরা মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।