কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থায়ী পদে নিয়োগ করা হবে কর্মীদের। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার (নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমানবাহিনী) পদে নিয়োগ হবে। শূন্যপদ তিনটি। ই-৬ গ্রেডের এই পদে নিযুক্তদের পোস্টিং হবে দিল্লি এবং বেঙ্গালুরুতে। নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৮০,০০০ থেকে ২,২০,০০০ টাকা। এ ছাড়াও অন্য সুযোগসুবিধা দেওয়া হবে তাঁদের।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৫০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের যে কোনও বিষয়ে বিই/ বিটেক থাকতে হবে। প্রয়োজন ১৭ বছরের পেশাগত অভিজ্ঞতাও। উল্লেখ্য, সমস্ত পদে প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত অফিসার বা অবসরপ্রাপ্ত অফিসারেরাই আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এ জন্য তাঁদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৭ অক্টোবর। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।